ইউনাইটেড ট্রাস্ট মালঞ্চ, মেলান্দহ, জামালপুর এর অধীনে “ আল-আমিন জমিরিয়া মহিলা ফাযিল (স্নাতক) মাদরাসার” জন্য ইবতেদায়ী স্তরে ইংরেজি, গণিত ও আরবী বিষয়ে পাঠদানের নিমিত্তে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ক. জুনিয়র শিক্ষক ইংরেজি: ইংরেজিসহ স্নাতক/স্নাতক সম্মান/স্নাতকোত্তর পাস।
খ.জুনিয়র শিক্ষক গণিত: গণিতসহ স্নাতক/স্নাতক সম্মান/স্নাতকোত্তর পাস।
গ.জুনিয়র শিক্ষক আরবী: ফাযিল/ফাযিল/ স্নাতক/ কামিল পাস।
১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং এর মধ্যে প্রার্থীর ছবি, এনআইডি কার্ড ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ (সত্যায়িত) নিম্নে ঠিকানায় আবেদন করতে হবে।
একাডেমিক এডভাইজার
ইউনাইটেড ট্রাস্ট, মালঞ্চ,
মেলান্দহ, জামালপুর।
মোবাইল নম্বর- ০১৯১৪-০০১৫০৭