নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা : জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত সমমান ৮ দলের উদ্যোগে জামালপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি গতকাল ১৪ নভেম্বর শুক্রবার পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমীর মুফতি মোস্তফা কামাল ও জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন এর জেলা উপদেষ্টা ডাঃ ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জেলা যুব ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি হামিদুল ইসলাম, জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মোঃ মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার আহত পঙ্গুত্বের মধ্য দিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সংস্কারের কথা ভুলে গিয়ে একটি দলের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট দেন। গণভোটের দাবিকে মেনে নিন, না হলে এই দাবি গণ আন্দোলনে রূপ ধারণ করবে।
আপনি শত শত শহীদের রক্তের সাথে বেইমানি করে, বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার বিপরীতে অবস্থান গ্রহণ করেছেন। ১৮ কোটি মানুষকে হতাশ করে দিয়েছেন। কিভাবে গণভোট আদায় করতে হয় তা আমাদের জানা আছে।
বক্তাগন আরো বলেন, নির্বাচনের পূর্বে গণভোট সহ ৫ দফা গণদাবি পূরণে অন্তর্র্বতী সরকারের এমন টালবাহানা জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্র্বতী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহবান জানান।