নির্বাচিত সরকার ছাড়া কোনও সংস্কার কাজে দেবে না : আমিনুল 

অন্তবর্তী সরকার সংস্কারের কথা বললেও গত ছয় মাসে সংস্কারের কোনও দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। 

তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনও সংষ্কার কাজে দেবে না।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, গত ছয় মাসে আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু কোনও দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনও পর্যন্ত পরে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভেতরে রয়েছে। কোথাও কোনও স্থিতিশীলতা নেই। 

বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। 

অনুষ্ঠানে আরও বক্তার বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।