ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরের গোয়ালের চরে ইউনিয়নে রাতের আধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ঝটিকা মিছিল ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামপুর বিএনপি। মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিমনহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। বক্তারা নিষিদ্ধ সংগঠনের এমন আস্ফালনের প্রতিবাদ জানিয়ে আগামী দিনে যে কোন পরিস্থিতি প্রতিহত করার ঘোষণা দেন। অন্যদিকে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সমর্থিত দলীয় নেতাকর্মী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে থানা মোড় বটতলায় পথসভা করে।
ঝটিকা মিছিলের এ ঘটনায় ইসলামপুর থানায় ১২৮ জনসহ আরো অজ্ঞাত ২শ-২২০জনকে আসামী করে মামলায় সদর ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।