নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের সুস্থতায় জামালপুরে বিএনপির দোয়া

oplus_0

নিজস্ব সংবাদদাতা ; রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার ২২ জুলাই দুপুরে শহরের দেওয়ানপাড়া বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা নিহত হয়েছে তাদের যেন আল্লাহতাআলা শহিদী মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রঞ্জু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। শোক সভা শেষে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের খতিব মওলানা মো. নজরুল ইসলাম। দোয়া ও শোক সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।