নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিএনপি ও সেচ্ছাসেবকদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
বৃহস্পতিবার ( ৩ এপ্রিল ) ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবকদলে সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন নিজ গ্রামের বাড়ি সোনাইমুড়ীতে যান।
এদিকে তার আগমনের খবর পেয়ে জেলা- উপজেলার বিভিন্ন স্থান থেকে চাটখিল বাজারে নেতাকর্মীরা জড়ো হয়।
উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।
ঢাকা থেকে সফরসঙ্গী হিসাবে তার সাথে সেখানে গিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো জিন্নাত আলী চৌধুরী।