রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আনসার ও ভিডিপি, ঢাকা মহানগর এলাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) এর ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১৮মে) শুরু হওয়া কর্মসূচি ঢাকা মহানগরের ১১টি থানার প্রতিটি থানায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্যসহ মোট ৭০৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

এর আগে, চারটি জোনে অনুষ্ঠিত প্রথম ধাপে মোট ২৫৬ জন সদস্য মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে। নতুন ধাপে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সামজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষিত সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীরা বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। এছাড়াও, বিটাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগও রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা করে যে, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।