পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন এফবিসিসিআইয়ের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ

বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ  ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু । শনিবার (১ মার্চ) ।

এক বার্তায় বুলু বলেন, নতুন চাঁদ ওঠার মাধ্যমে ইসলামের পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে ।তিনি আরো বলেন, ‘পবিত্র এই মাসটি প্রতিফলন এবং নিজেকে ফিরে পাওয়ার একটি সময়। এই বছর এই মাসটি অপরিসীম বেদনার একটি মুহূর্তে আমাদের সামনে এসেছে। গাজার যুদ্ধ ফিলিস্তিনি জনগণকে ভয়ানক দুর্ভোর্গের মধ্যে ফেলেছে। হাজার হাজার শিশুসহ ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

আমিনুল ইসলাম বুলু বলেন, ‘যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন; অনেকেরই খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের জরুরি প্রয়োজন। মুসলমানরা রোজার মাসজুড়ে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের কথা স্মরণে রাখবে।

আরো শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও  পরিচালক মোহাম্মদ বজলুর রহমান ,সাবেক পরিচালক  কাউসার আহমেদ, মো. আব্দুল ওয়াহেদ, মোহা: ইসহাকুল হোসেন সুইট, ড. মো: পারভেজ সাজ্জাদ আকতার, ব্যবসায়ী নেতা লেখক ও কলামিস্ট রানা চৌধুরী, জেনারেল বডির মেম্বার মোহাম্মদ সোহেল, এম. আব্দুস সাত্তার, মোহা. আমিনুল ইসলাম বাচ্চু, লুব্রিকেন্টস ইম্পোর্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ জমসের আলী, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের  সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল প্রমুখ।