নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে মেম্বারকে মারধর যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ১৮ মে ভোরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার সরিষাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান। আটক মামুনুর উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাষ্টারের ছেলে ও সাবেক যুবলীগ নেতা। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে থানায়। থানা পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার ১৫ মে দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে দলবল নিয়ে ঢুকে মামুন। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের নিকট জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলে সে। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেয় মামুন। এরপর সচিবের কক্ষে বসে থাকা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন ঐ যুবলীগ নেতা। পরে এক পর্যায়ে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন মামুন ও তার দলবল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বারকে মারধর করার ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে মামুনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Related Posts
দেওয়ানগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত জাতীয় পাটি নেতা হযরত আলী মারা গেছেন
- AJ Desk
- June 25, 2024
খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান […]
জামালপুরে তিনদিন ব্যাপী জেলা হিসাবরক্ষণ অফিসের সেবা সপ্তাহ শুরু
- AJ Desk
- May 13, 2024
এম.এফ. এ মাকাম :বাংলাদেশের কমট রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিন […]
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত
- AJ Desk
- February 1, 2024
এম.এ রফিক : জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র ৩৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। এ […]