পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর কর্তৃক ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” পালন

স্টাফ রির্পোটার : পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর কর্তৃক পল্লী উন্নয়ন একাডেমির হল রুমে অদ্য ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। আলোচনায় বৈষম্যমুক্ত, দূর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ বির্নিমাণে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মর্মে অভিমত ব্যক্ত করা হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর মহাপরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।