মোহাম্মদ আলী : যাদের মূল্যবান ভোট ঋণ নিয়ে এমপি হয়েছেন, সেইসব পাওনাদারদের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ , কাজের জবাবদিহিতা ও ঋণশোধে বুদ্ধি ও পরামর্শ প্রার্থনা করছেন, জামালপুর সদরবাসীর কাছে ঋণদার মোঃ আবুল কালাম আজাদ, এমপি!
রোববার, তিনি পৌর এলাকার পাথালিয়া মাদ্রাসা মসজিদের মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নিজের কাজের জবাবদিহিতা করেছেন। এসময় তিনি তাঁর দায়িত্বকালীন ৫৫ দিনের কার্য প্রণালী তুলে ধরেন। সেগুলোর মধ্যে বেকারদের জন্য কর্মসংস্থান পরিকল্পনা, শিক্ষার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপ, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষাসহ জনকল্যাণমুখী নানা কর্ম পরিকল্পনা উল্লেখযোগ্য।
এমপি বলেন, আপনার আমাকে ১ হাজার ৮শ ২৭ দিনের জন্য আপনাদের মহামূল্যবান ভোট ঋণ হিসেবে দিয়েছেন। যার ৫৫ দিন আমি অতিবাহিত করেছি। এ ৫৫ দিনে আমি কি কি করেছি তার সংক্ষিপ্ত ফিরিস্তি আপনাদের সামনে পেশ করলাম। বাকী দিনগুলি আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে ঋণ শোধ করার সুযোগ দিন। আর ঋণের সুদ হিসেবে আমাকে দিয়ে সেবা করিয়ে নিন।
ঋণদারের এমন জবাবদিহিতা মূলক মানসিকতা ও কৃতজ্ঞতা বোধে খুশী পাওনাদাররা।