পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর যা বললেন লিটন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই আজকে গেল দুই ম্যাচ বা সবশেষ ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখেছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। একাদশে পাঁচ পরিবর্তন করে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।

ব্যাটিং-বোলিং দুই বিভাগের ব্যর্থতায় ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। দিনের শুরুতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ওপেনার থেকে মিডল অর্ডার সবাই ব্যর্থ এদিন। মান বাঁচানোর মধ্যে কেবল ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘তাদের ক্রিকেটাররা খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট দেখতে খুবই সুন্দর ছিল, বল ব্যাটে আসছিল তবে আমরা ভালো খেলতে পারিনি। আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলাম। এই সিরিজ জয় পিজিটিভ হিসেবেই দেখছি।’