এম.এফ.এ মাকাম : জামালপুরে ২০২৪-২৫ অর্থবছরের জেলা পরিষদের পক্ষ থেকে এককালীন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৮ জুলাই বিকালে জেলা পরিষদ হলরুমে জামালপুর জেলা পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাশাসক হাছিনা বেগম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিমা, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা, জেলা পরিষদের পক্ষ থেকে এককালীন ১০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে আগামী দিনে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। জামালপুর জেলা পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের ১০হাজার টাকা করে মোট ৪৮ জনকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
জামালপুরের জেলা পরিষদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
