মোহাম্মদ আলী : আল- জামিয়াতুল ইসলামীয়া জামালুল উলুম পাথালিয়া মাদ্রাসার পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নতুন একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
রোববার, পূর্বের কমিটির আহবানে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোঃ জিয়াউর রহমান চাঁন মাস্টারের সভাপতিত্বে সভায় পূর্বের কমিটির সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম আলো বলেন, আপনারা আমাদেরকে এ ধর্মীয় দায়িত্ব দিয়েছিলেন। আমরা ১৭ বছর যাবত এ দায়িত্ব সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করেছি। কিন্তু, আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের পক্ষে আর এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই, আমি ও আমার কমিটি সেচ্ছায় আমাদের দায়িত্ব হস্তান্তর করছি। আপনারা আপনাদের মতো করে আগামীর কমিটি গঠন করে নিন।
১৫ সদস্য বিশিষ্ট অন্তরর্তীকালিন বা আহবায়ক কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম আল-আমিন ও সদস্যসচিব এড. দিদারুল ইসলাম।
এব্যাপারে নতুন কমিটির আহবায়ক, সাইফুল ইসলাম আল-আমিন বলেন, একটি সঙ্কটময় মুহূর্তে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামবাসী আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আগামী ৯০ দিনের মধ্যে গ্রামের স্বর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ গঠন করে আমাদের দায়িত্ব অর্পণ করব, ইনশাআল্লাহ।
পাথালিয়া মাদ্রাসার আহবায়ক কমিটি গঠন
