পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, ভূরাজনৈতিক ও আমাদের করনীয় শিরোনামে রাজধানীর পুরানা পল্টনস্থ ডিএনএস হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ৯ অক্টোবর সন্ধায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে তাই এই সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক ভাবেও কুটনৈতিক কার্য পরিচালনা করতে হবে৷ কেননা পার্বত্য চট্টগ্রামের সহিংসতা সৃষ্টির অন্তরালে আন্তর্জাতিক, ভূ-রাজনৈতিক এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যোগসাজশ রয়েছে। আমরা জানতে পেরেছি দীর্ঘ বছর ধরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আটটি রিফিউজি ক্যাম্প রয়েছে যেখানে পার্বত্য চট্টগ্রাম থেকে উপজাতীয় সংগঠনগুলোর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অস্ত্র ও অর্থ সহযোগিতা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করতে উপজাতিয় সশস্ত্র সংগঠনগুলোর আহবানে ভারতীয় সেনাবাহিনীও বাংলাদেশের ভূখন্ডে যেই কোনো মুহুর্তে হামলা চালাতে পারে। তাই আমাদের এক্ষুনি সচেতন হতে হবে, পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পূর্ণঃস্থাপন করতে হবে এবং অনতিবিলম্বে হিল ডিভিশন বিগ্রেড করার দাবি জানান।
এসময় বক্তাগণ আরও বলেন, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন গুলোর নিকট অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বোমা, রকেটল্যান্সার, ড্রোন সহ বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সম্প্রতি সময়ে সংগঠনগুলো অস্ত্রের মওজুদ আরো বৃদ্ধি করছে। তাই অনতিবিলম্বে যৌথবাহিনী গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে।
উপস্থিত ছিলেন, এস জি কিবরিয়া দীপু-সামরিক বিশ্লেষক, সুলতানা জিসান উদ্দিন প্রধান – চেয়ারম্যান বাংলাদেশ জনতা পার্টি, মোস্তাক ভাসানী – চেয়ারম্যান ন্যাপ ভাসানী, জাফর আহম্মদ জয় – মহাসচিব বাংলাদেশ জাতীয় পার্টি, অধ্যাপক এস.এম. আজিজুর রহমান মিন্টু – আহবায়ক জাতীয় পলিটিক্স ক্লাব, নূরুল আমিন ভূঁইয়া – মহাসচিব জাগ্রত বাংলাদেশ, ড. আলহাজ্ব শরিফ আব্দুল্লাহ-হিস সাকী, আহবায়ক মানবিক বিশ্ব, আলহাজ্ব মোঃ ফজলুল হক- চেয়ারম্যান জাতীয় তরুণ দল, কমরেড মুফতি তালেবুল ইসলাম – ইসলামি সমাজতান্ত্রিক পার্টি, আমিনুল ইসলাম বুলু – সহদপ্তর সম্পাদক বিকল্পধারা বাংলাদেশ , সরদার আমিনুল ইসলাম সাগর- আহবায়ক পিপলস্ রিপাবলিক মুভমেন্ট, শেখ আহম্মেদ রাজু সহ-সভাপতি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, আব্দুল হামিদ রানা – সভাপতি পিসিএনপি ঢাকা মহানগর শাখা, মোঃ মোস্তফা আল ইহযায সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর শাখা, মোঃ শাহজাহান সাজু – সহ-সভাপতি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর শাখা, নজরুল ইসলাম- যুব নেতা, আরাফাত সানি ছাত্র নেতা, সালমা আক্তার – সমাজসেবী ও নারীনেত্রী, ফাতেমা খাতুন রুনা সমাজসেবী ও নারীনেত্রী, ফারজানা আক্তার রুমি নারীনেত্রী, নূরুল আবছার দৃষ্টি – যুব নেতা, মোহাম্মদ রুবেল হোসাইন, রাসেল মাহমুদ – সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, হাবিব আহম্মেদ সহ অন্যান্যরা।