অনলাইনে পাসপোর্টের আবেদন করতে বিভিন্ন দোকান বা দালালের কাছে যেতে হয় অনেকের। সেই সুযোগে দালালের কাছে জিম্মি হয়ে পড়েন তারা। পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে পাসপোর্ট আবেদনের জন্য এজেন্ট নিয়োগ দেবে সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
আজাদ মজুমদার বলেন, পাসপোর্ট আবেদন দালাল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। আবেদন করতে গিয়ে অনেকেই বিশেষ করে প্রবাসীরা ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে তারা পাসপোর্ট অফিসের পাশে দোকানের সাহায্য নিতে হয়। আর সেসব দোকানকে ঘিরে কিছু দালাল শ্রেণি তৈরি হয়েছে। আবেদনকারীরা তাদের কাছে জিম্মি হয়ে যায় কখনও কখনও মোটা অঙ্কের টাকা দাবি করে। এ জন্য পাসপোর্ট আবেদন করার জন্য এজেন্ট নিয়োগ করা হবে। পাসপোর্ট অফিস কতৃর্ক নিয়োগকৃত হওয়ায় তাদের জবাবদিহি থাকবে। ফলে দালাল চক্রের দৌরাত্ম্য কমে আসবেন বলে জানান তিনি।
প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি যেন শেষ নেই। সে হয়রানি কমিয়ে আনতে শুরু থেকেই নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এবার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন সুখবর দিল সরকার। পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীরাও এসএমএস পাবেন। এছাড়া গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণের গতি বাড়ানো হয়েছে।
আজাদ মজুমদার বলেন, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের জন্য ই পাসপোর্ট দিতে চায়। সে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।