শেরপুর সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে শেরপুর পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর পৌরসভা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব তোফায়েল আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবীর রুমান। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহীদ পরিবারের পক্ষে শিব শংকর কারুয়া শিবু, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ ও মোখলেছুর রহমান আকন্দ, পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন প্রমুখ। এসময় শেরপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Related Posts
শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
- AJ Desk
- May 1, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী […]
শেরপুরের পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
- AJ Desk
- June 29, 2024
শেরপুর সংবাদদাতা ; শেরপুরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস […]
শেরপুরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- AJ Desk
- May 29, 2024
শেরপুর সংবাদদাতা : ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী […]