Friday, March 29, 2024
Homeজামালপুরপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ নভেম্বর রোববার ২০২৩ ইং দৈনিক আজকের জামালপুর পত্রিকায় “প্রথম পৃষ্টায়” কলাবাধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কার অভিযোগ “শিরোনামে” সংবাদটি” আমার দৃষ্টি গোচর হয়েছে। উল্লখিত সংবাদে ছাত্র-ছাত্রী বেতন ভাতা, পরীক্ষার ফি, রেজি: ফি ও এস এসএসসির পরীক্ষার ফরম পূরণসহ বিদ্যালয়ের যাবতীয় অর্থ আদায়ের সমৃদয় অর্থ বিদ্যালয়ের তথবিলে জমা না রেখে নিজের পকেটে তুলেছেন প্রধান শিক্ষক। এছাড়া ও বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে অর্থ ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বিনা রশিদে অর্থ আদায় করে আত্মসাত করে প্রধান শিক্ষক পকেটে তুলেছেন এবং দলীয় কার্যক্রমে একাই নিজ দায়িত্বে চালিয়ে স্বেচ্ছাচারিত করে আসিতেছেন। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় আমি দুঃখিত ও লজ্জিত। কে বা কাহারা সাংবাদিককে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে আমার সন্মানহানীর লক্ষ্যে সংবাদটি ছাপা হয়েছে। প্রকৃত পক্ষে ছাত্র-ছাত্রীদের বেতন ভাতা, পরীক্ষা ফি বিদ্যালয়ের নিয়ম নীতির রশিদের মাধ্যমে আদায় করে থাকি। আমি প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব নেয়ার পর শিক্ষার আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে বিদ্যালয় পরিচলানা কমিটি ও শিক্ষকদের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসিতেছি। অদ্যবদি আমার বিরুদ্ধে বিদ্যালয়ে কোন অর্থ কেলেঙ্কারি ও দলীয় নেতা কর্মীদের সাথে সম্পর্কের কমতি নেই। বিদ্যালয় সম্পর্কিত ব্যক্তিবর্গ ও দলীয় নেতা কর্মীদের সাথে প্রতিটি কাজ আলোচনা মাধ্যমে করে আসছি। এ ধরনের মিথ্যা সংবাদের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মো: নজরুল ইসলাম বারু
প্রধান শিক্ষক
কলাবাধা উচ্চ বিদ্যালয়
মেলান্দহ, জামালপুর

Most Popular

Recent Comments