Thursday, April 25, 2024
Homeজামালপুরপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২ ফেব্রয়ারি আলোকিত প্রতিদিন পত্রিকায় জামালপুরের “মেলান্দহে মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমের উপর হামলার অভিযোগে আহত ২” শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে একই এলাকার গিয়াস উদ্দিন মন্ডল এর ছেলে শফিকুল ইসলাম, হৃদয়, সোহরাব, শাকিল, শাহীন ও লিটন। সংবাদে মেলান্দহের ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগমের উপর জমি নিয়ে যে ,হামলার কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শফিকুল ইসলাম।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমের বাড়ির যাতায়াতের কোন রাস্তা না থাকায় আত্মীয়তার সুবাদে ৩ ফিট রাস্তা পারিবারিক সমঝোতার ভিত্তিতে দিয়েছে শফিকুল ইসলাম এর পরিবার। প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, ঘটনার দিন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা বেগম জোরপূর্বক দলীয় প্রভাব খাটিয়ে ১০ ফিট রাস্তা দাবি করে অন্যের জমিতে খুঁটি গাড়ে। তাকে এবং তার মা তাই ইজ্জতন নেছা কিল, ঘুসির কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয় যার ভিডিও ফুটেজ রয়েছে। সেখানে তারা নিজেরাই মাটিতে গড়াগড়ি করে নিরীহর শফিকুল ইসলামের পরিবারকে ফাঁসাতে ঘৃণ্য চেষ্টা করে যার ভিডিও ফুটেজ প্রমান সহ রয়েছে। এই মিথ্যা, বানোয়াট ও সাজানো ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ফরিদা বেগম সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে। তাই আমার সম্পর্কে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শফিকুল ইসলাম
চরবানী পাকুরিয়া মেলান্দহ জামালপুর।

Most Popular

Recent Comments