প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২/১২/২৪ তারিখে সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকায় ‘‘গেন্ডারিয়া উচ্চ বিদ্যালযয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক রফিকুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়” ও দৈনিক যুগান্তর পত্রিকায় ‘‘ শিক্ষকের থাপ্পড়ে কিশোরের কান দিয়ে রক্তপাত” শিরোনামে  যে দুইটি সংবাদ প্রচারিত হয়েছে তা একপাক্ষিক, মিথ্য্ ও  বানোয়াট এবং আমি এর  তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকায় আমাকে আওয়ামীপন্থি বহিষ্কৃত প্রধান শিক্ষক হিসেবে অবিহীত করা হয়েছে। আমার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ও অপকর্মের অভিযোগ প্রমাণিত এমন মন্তব্য ও করা হয়েছে। তাছাড়াও স্বজনপ্রীতি করে ম্যানেজিং কমিটির সদস্য বানানো ও বিদ্যালয়ের ইন্টারনেট পাসওয়ার্ড প্রদানের কথা বলা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। অপরপক্ষে দৈনিক যুগান্তর পত্রিকায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জ্যাকেটের কলার ধরে ৪/৫ বার ডান কানে আঘাত করার খবরটিও একপাক্ষিক, মিথ্যা ও বানোয়াট। উক্ত খবর দুটি একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করা ; আমাকে হেয় করা, ও আমার দীর্ঘদিনের শিক্ষকতা সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে করেছে এবং এই ব্যাপারে আমার কোন সাক্ষাৎকার গ্রহণ করা হয়নি। আমি এই ঘৃণিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

মোহাম্মদ রফিকুল ইসলাম

প্রধান  শিক্ষক

গেন্ডারিয়া হাই স্কুল, ঢাকা