বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন – আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমির ইতিহাসে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুথানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাজারো প্রাণ, অঙ্গহানির বিনিময়ে এই বিপ্লব একটি নির্মম লুটেরা ফ্যাসিস্ট সরকারের থাবা থেকে এই জাতিকে মুক্ত করেছে। সমগ্র পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশের ছাত্র-জনতার ঐক্যের অকুতোভয় চেতনা। একটি শোষণমুক্ত, নিপীড়নমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল আজ সেখানে সংশয়ের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকার প্রকৃত গণতন্ত্র ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা দিতে ব্যর্থ হয়েছে। সঠিক অবকাঠামো এবং সবল সাংবিধানিক প্রতিষ্ঠানের অভাবে ক্ষমতাসীন দলগুলো নিজেদের ব্যক্তি উন্নয়ন এবং অবৈধ আর্থিক কার্যকলাপ নির্দ্বিধায় বাস্তবায়ন করেছে। আজ এই সময়ে এই দেশের জনগণ পুরোনো দিনের একই ধারায় ফিরে যেতে চায় না এবং বিপ্লবী ছাত্র-জনতা একই কণ্ঠে ঐকমত্য পোষণ করেছে। দেশের আপামর জনতার দাবি হচ্ছে প্রথমে সংস্কার তারপর নির্বাচন। কার্যকর সর্বজন গ্রহণযোগ্য সংস্কার ব্যাতিত চুরি, দুর্নীতি, ঘুষ, আমলাতন্ত্রের দৌরাত্ম, সিন্ডিকেট এবং সন্ত্রাসী নির্মূল অসম্ভব।
ছাত্রদের সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, নিরাপত্তা দিতে না পারলে পুলিশের পদে থাকার দরকার নাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই, আহত বিপ্লবী যোদ্ধাদের চিকিৎসা চাই। যেসকল দালাল লুকিয়ে আছে তাদের গ্রেফতার করুন। যে দেশে বিপ্লবীদের নিরাপত্তা নাই, সেই দেশে বিপ্লব ব্যর্থ । আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করতে হবে। অতিদ্রুত জুলাই প্রোক্লেমেশন দিতে হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়।
এখনো ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার হয় নাই। তাদের দ্রুত বিচার করতে হবে। সিসিটিভি ফুটেজ দেখে যেসব পুলিশ ছাত্র-জনতার উপর গুলি করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে । সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমাতে হবে ।
বিপ্লব পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বলতে চাই, নির্বাচনকে অগ্রাধিকার নয় বরং সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার হোক। সংস্কার ব্যতীত নির্বাচন এই দেশকে আবার একই ধারায় ফিরিয়ে নিয়ে যাবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, প্রকৃত জবাবহিতামূলক নির্বাচিত সরকার যা হবে উন্নত বাংলাদেশ গড়ার সোপান।