প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকে জাকাতের অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া

ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে পরের পর্ব কোয়ালিফায়ার রোড টু ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। দুই দলই আজ (মঙ্গলবার) নিজ নিজ ম্যাচে ৩-০ গোলে জিতেছে। এতে তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। গ্রুপের অন্য দুই দল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর বিদায় আগেই হয়েছিল। আজ বিদায় নিশ্চিত হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সের। 

এদিন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। মিশরের মোস্তফা আব্দুল খালেক দারুণ শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন। ৪২ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে জীবনের শট ক্লিয়ার হলেও পরবর্তীতে স্যামুয়েল বোয়েটাং বক্সের ভেতরে বল পেয়েই গোল করেন জোরালো শটে। ৭২ মিনিটে মাহমুদুল হাসান কিরনের কাটব্যাক থেকে ফাহিম নূর তোহা প্লেসিং শটে গোল করলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের।

ফেডারেশন কাপে দুর্বল দল ফকিরেরপুল ইয়ংমেন্স প্রথমার্ধে আবাহনীকে রুখে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য আবাহনী তিন গোল আদায় করে নেয়। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান লিড এনে দেন আবাহনীকে। দুই মিনিট পর হাসান মুরাদ ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে মাহাদী ইউসুফ ডানদিক দিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করলে আবাহনী ৩-০ গোলের জয় পায়।

৫ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে আবাহনী ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। সেই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ সেরা দল। গ্রুপসেরা দল কোয়ালিফায়ারে একটি সুবিধা পাবে। এক ম্যাচ হারলেও পরবর্তী দুই গ্রুপের রানার্স-আপ দলের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ থাকবে।