‘প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই গণতন্ত্রের বুনিয়াদ স্থাপন করবে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মো. মাহফুজ আলম অভিমত প্রকাশ করেছেন যে, ঐকমত্যভিত্তিক প্রাতিষ্ঠানিক সংস্কার বাংলাদেশে প্রকৃত ও টেকসই গণতন্ত্রের বুনিয়াদ স্থাপন করবে। এসব প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্রের রক্ষায় অবদান রাখবে। 

রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: সংস্কার ও পররাষ্ট্রনীতি’- শীর্ষক সংলাপের প্রথম পর্বে উত্থাপিত প্রশ্নের জবাবে এই অভিমত প্রকাশ করেন তারা। 

আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ‌্য জানানো হয়। 

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জুলাই-আগস্ট বিপ্লবের ওপর নির্মিত একটি বিশেষ সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

‘জুলাই-আগস্ট বিপ্লব’ চলাকালীন তরুণ উপদেষ্টাদের নির্ভীক ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র সচিব বলেন, অতীতের মতো তরুণরা পুনরায় প্রমাণ করেছেন যে তারা দেশের ক্রান্তিকালে সুযোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম। 

অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি উপদেষ্টাদের সঙ্গে একটি প্রাণবন্ত সংলাপে অংশ নেন এবং পররাষ্ট্রনীতি, গণঅভ্যুত্থান, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রভৃতি বিষয়ে তাদের মতামত ও ভাবনা জানতে চান। 

এক প্রশ্নের জবাবে উভয় উপদেষ্টা সহমত প্রকাশ করে বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গৃহীত যে কোনো উদ্যোগ এবং এর বাস্তবায়নে তারা সর্বাত্মক সহায়তা প্রদান করবেন। 

পরে অনুষ্ঠানের শেষে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং মো. মাহফুজ আলমকে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিবাহী স্মারক প্রদান করা হয়।