ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : অসহায় হতদরিদ্র ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে খাবারের সহায়তাদানকারী স্বেচ্ছাসেবী অলাভজনক সংস্থা ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির কার্যক্রমের অংশ হিসেবে ৮ লাখ বেলার খাবার বিতরণ সম্পন্ন এবং এই প্রকল্পের আওতায় ভারত ও পাকিস্তানে নতুন লোকেশন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বের শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের স্টার কাবার রেস্টুরেন্টে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট রাফিউল ইসলাম রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।
ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সভাপতি অ্যাডভোকেট রাফিউল ইসলাম রাফির কাজটিকে একটি মহৎ কাজ উল্লেখ করে অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, আমি যদি সপ্তাহে এভাবে উপবাস করি বা রোজা রাখি। আমার স্বাস্থ্য ভালো থাকছে। আবার ইসলামের দৃষ্টিতে অন্যকে খাবার খাওয়াচ্ছি। আমার ধর্মীয় কাজটাও হচ্ছে। এটা একটা মহৎ ধারণা।
ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সহ-সভাপতি, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জামালপুর আইন কলেজের প্রভাষক সরোয়ার হোসেন মহান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. ইউছুফ আলী, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবাল, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী প্রমুখ।
সুধী সমাবেশে সভায় অ্যাডভোকেট রাফিউল ইসলাম রাফির কণিষ্ঠ সহোদর বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনুসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক সুধীজন, সাংবাদিকবৃন্দ ও ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির উপকারভোগীরা অংশ নেন।