নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো গণশুনানি করলেও ফের শুধুমাত্র অঞ্চল-১-এর আওতাধীন সব ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানি করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৭ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসির অঞ্চল-১ (উত্তরা) এর অন্তর্গত সব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে অংশ নেবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) উত্তরা কমিউনিটি সেন্টারে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামীকাল থেকে পর্যায়ক্রমে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে গিয়ে গণশুনানিতে অংশ নেবেন ডিএনসিসি প্রশাসক। সরাসরি গিয়ে তিনি জানবেন ঢাকাবাসীর পরামর্শ, মতামত ও অভিযোগ।