যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডস এলাকায় সোমবার স্থানীয় সময় রাত ২টায় নির্বাচনী প্রচারণা শেষ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে সেখান থেকে মঙ্গলবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় পৌঁছেছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে ফ্লোরিডার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।
এর আগে, আমেরিকার পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভূক্ত অঞ্চলগুলোতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন বেশ ঘটনাবহুল। নির্বাচনের আগে দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কমালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি দিচ্ছে কমালা হ্যারিসের সামনে। কিন্তু সেটি যে খুব সহজে হওয়ার সম্ভাবনা নেই; তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন মতামত জরিপে। নির্বাচনের আগের বেশিরভাগ মতামত জরিপে ২ থেকে ১ পয়েন্টের ব্যবধান দেখা গেছে এই দুই প্রার্থীর মাঝে।
সূত্র: রয়টার্স, সিএনএন।