মোহাম্মদ আলী : বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করলেন, দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের এমপি নুর মোহাম্মদ এর ভাই, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম সাত্তার।
গতকাল রোববার, তিনি বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৬নং নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। ওইদিনই তিনি বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে অতিসম্প্রতি, আওয়ামী সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছেন যে, কোনো এমপি’র ভাই বা তার কোনো আত্মীয় উপজেলা পরিষদ নির্বাচন করতে পারবেন না। এব্যাপারে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, এমপির সংসার এমপির, আমার সংসার আমার। এমপির খাবার এমপি খায়, আমার খাবার আমি খাই। তাহলে আমি নির্বাচন কেন করতে পারব না? তাছাড়া আমি দলের কেউ নই!