বকশিগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

মোহাম্মদ আলী ; বকশিগঞ্জ উপজেলা বিএনপির পূর্ব ঘোষিত সম্মেলন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন বকশিগঞ্জ উপজেলা বিএনপির একাংশ। গত শনিবার ১৬ ফেব্র“য়ারি আগামী ১৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য বকশিগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বেরিয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্র্বূ ঘোষিত সম্মেলনকে অগঠনতান্ত্রিক পন্থায় গৃহীত সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে সেই সিদ্ধান্তকে বাতিল করে নিয়মতান্ত্রিক পন্থায় নতুন সম্মেলনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নুরুল ইসলাম বাদশাহ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বকশিগঞ্জ বিএনপির সাবেক সভাপতি, আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুল কাইয়ূম। আরও বক্তব্য রাখেন, সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক ছাত্রদল সভাপতি ও আরও সিনিয়র নেতৃবৃন্দ।