বকশীগঞ্জে অ্যাডভোকেট মোকাম্মেল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অ্যাডভোকেট মোকাম্মেল হক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারি বিকালে নিলাখিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নিলাখিয়া ঠাকুরপাড়া গ্রামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর।
এসময় খেলার উদ্বোধক বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শকের আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, রাজস্ব বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, ইউনিয়ন যুবদল সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নিলাখিয়া ফুটবল একাদশ ১-০ গোলে শ্রীবরদী আকরাম হোসেন ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার মানুষ ফুটবল খেলাটি উপভোগ করেন।