বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি, ভূমিদস্যুতা ও নানা অনিয়মের অভিযোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার ১৩ আগস্ট দুপুর ১২ টায় ধানুয়া কামালপুর-রৌমারী মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ মাঠে এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য খাইরুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল হক, ইউপি সদস্য মোর্শেদ আলম, ইউপি সদস্য লাবনী আক্তার, যুবদল নেতা ফুলু মিয়া।
বিক্ষোভকারীরা চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তদন্ত করে এবং তার বিরুদ্ধে ইউপি সদস্যদের দেওয়া অনাস্থা প্রস্তাব কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত না হওয়ায় কতিপয় ইউপি সদস্য আমার বিরুদ্ধে লোক দিয়ে মানববন্ধন করিয়েছে।