বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুুধবার দুপুরে ৯ এপ্রিল সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সাধুরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা আনার আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আবারও চেয়ারম্যান পদ ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছেন। তিনি আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফলে আবারও সাধুরপাড়া ইউনিয়নে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাঁরা। এসময় বক্তারা মাহমুদুল আলম বাবুকে পুনরায় গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণির মানুষ ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
