বকশীগঞ্জে ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারকে প্রবাসী সাজুর আর্থিক সহায়তা প্রদান

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন এক প্রবাসী। মরিশাস প্রবাসী সাজু মিয়া ব্যক্তিগতভাবে পারভিন আক্তারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে সাজু মিয়ার পক্ষ থেকে এ অনুদান ভুক্তভোগীর হাতে তুলে দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ।
এ সময় উপস্থিত ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল, নারী ইউপি সদস্য লাবনী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পারভিন আক্তারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রবাসী সাজু মিয়া পারভিন আক্তারের পাশে দাঁড়ান।
এলাকাবাসী জানান, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে পাশে দাঁড়ান তাহলে অনেক অসহায় মানুষ নতুন জীবন ফিরে পাবে।
পরিবারের সদস্যরা অনুদানের জন্য প্রবাসী সাজু মিয়া ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশ করেছেন এবং পারভিন আক্তারের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।