বকশীগঞ্জে ক্রয়কৃত জমি জোরপূর্বক ভোগদখলের অভিযোগ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নের ভাটী খেওয়ারচর গ্রামের জনবলহীন অসহায় এক ব্যক্তির জমি জোর পূর্বক দখল করে ভোগ দখলের অভিযোগ উঠেছে। জবর আলী নামে ওই ব্যক্তির ক্রয়কৃত ও এওয়াজ দলিলের প্রাপ্য জমিতে বাড়ীঘর উত্তোলনসহ বেদখল করে জোরপূর্বক ভোগদখল করছে একই প্রামের আশকর আলীর ওয়ারিশ ও আব্দুল কুদ্দুছ আলীর ওয়ারিশসহ ওয়াহেদ আলীগংরা। দীর্ঘদিন গ্রাম্য শালিস বৈঠক করেও কোন সুরাহা করতে পারেননি গণ্যমান্য ব্যক্তিরা। গত ৩০/১২/২০০৩ ইং তারিখে একই দিনে দুটি এওয়াজ দলিল হয়। একটি দলিলের ১ম পক্ষ চান্দেব আলী দিয়েছে ৩২শং ২য় পক্ষ আশকর আলী দিয়েছে ২০শতাংশ জমি যার দলিল নং ৫৪৭৭। দ্বিতীয় দলিলটির ১ম পক্ষ চান্দেব আলী দিয়েছে ৪৯ শতাংশ। ২য় পক্ষ আব্দুল কুদ্দুছ আলী দিয়েছে ৩৪ শং জমি যার দলিল নং ৫৪৮২। গত ৯/৫/২০১৮ ইং তারিখে জবর আলী তার পিতার নিকট ৯৬ শতাংশ জমি সাবকবলা দলিলমূলে ক্রয় করেন যার তপছিল মৌজাঃ রবিয়ারচর, আরওআর ৩৪৮৫ হাল ৯৩১ নং খং আরওআর ২৪৪৫ হাল ১০৯৭৩ নং দাগে ১–২৫শং জমির কাতে ৯৬ শং জমি ক্রয় করেন যার দলিল নং ১৯৭১। জবর আলী সুবিচার পাওয়ার জন্য বাদী হয়ে গত ১৫/০১/২০২৫ ইং তারিখে ওয়াহেদ আলীসহ ১৫ জনকে বিবাদী করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদী জবর আলী বর্তমানে জীবনের নিরাপত্তা হুমকিতে রয়েছেন ।জমিতে যেতে চাইলে প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি তার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।