বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটি নিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ কর্মকর্তা-কর্মচারী। দাবি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। গত রোববার ৭ সেপ্টেম্বর সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণছুটি নেন। এতে করে বিদ্যুৎ বিভাগের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।জুরুরী সেবা না পেয়ে ফিরে যান সেবা গ্রহিতারা। ফলে ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা মানুষকে। বিদ্যুৎ বিপর্যয়ের আগেই এই সঙ্কটের সমাধান চান সচেতন মহল।
বকশীগঞ্জে চার দফা দাবি আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ কর্মকর্তা- কর্মচারী গণছুটিতে
