বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা ধারণ ও জুলাই পুনর্জাগরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার ১০ আগস্ট রাত ৮ টায় বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদল, ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় ২৪ এর জুলাই বিপ্লবের বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং এই আন্দোলন নিহত সকল শহীদকে স্মরণ করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক সুলতানুল সালেহীন, রাশেদুজ্জামান রাজু, ছাত্রদল নেতা রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে জুলাই ২৪ পুনর্জাগরণ ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত
