বকশীগঞ্জ প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে নদী ভাঙনের শিকার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে কুতুবের চর জামে মসজিদ নির্মাণ কাজ করার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। গত শুক্রবার ১১ অক্টোবর বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের কুতবের চর ও বাঙ্গলপাড়া গ্রামের ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, সয়াবিন তেল, লবন, মুড়ি, পেঁয়াজ ও আটা) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় কুতুবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ইউপি সদস্য শেখ ফরিদ, শিক্ষক মোহাম্মদ আলী, আলামিন আল হোসাইন , সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, ছাত্র সংগঠনের প্রতিনিধি সাদ্দাম হোসেন, কামরুল হাসান, ইব্রাহিম মিয়া, জয়দেব বিশ্বাস জয়সহ বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর ও বাঙ্গাল পাড়া গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার পরিবার গুলোর পাশে দাঁড়ানোই স্থানীয় এলাকাবাসী ছাত্র সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।