বকশীগঞ্জে নিবন্ধিত হজ যাত্রীদরে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের নিবন্ধিত ১২০ জন হজ যাত্রীকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার ৪ মে পৌর শহরের মসজিদে নূর এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।
এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, মুফতী মোহাম্মদ আলী, মওলানা আবদুল আউয়াল, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণে যেসব ব্যক্তিরা হজে যাবেন তাদের হজব্রত কালীন সময়ে হজের যাবতীয় প্রতিপালনীয় কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।