বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু (৩৬) ও সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম মিয়া (৪৫)। গত শনিবার রাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এই দুজনকে আটক করা হয়। গত ১ নভেম্বর দায়েরকৃত বকশীগঞ্জ থানার দুটি নাশকতা মামলায় তাদের অজ্ঞাত আসামী হিসেবে তাদের আটক করা হয়।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোববার দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযোনে নাশকতার মামলায় দুইজন আটক
