বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানান দিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৬ জুলাই সকালে পৌর শহরের সানরাইজ এডুকেয়ার একাডেমিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বকশীগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ। শিক্ষক এনামুল হাসান পারভেজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সরকার, ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মোঃ কাইমুল আলম,পুবালী ব্যাংক বকশীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ফারহানা রহমান সীমুন, সানরাইজ এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ বিএম পাপুল হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক রুহুল আমিন, সমাজ সেবক দেলেয়ার হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, বাঙালির জীবনে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বঙ্গবন্ধু একটি জাতির রূপকার। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে এক সঙ্গে তরুন প্রজন্মকে জানানো এবং শিক্ষার্থীদের ইতিহাস ভিত্তিক জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষ্যে আমি এই আয়োজন করে থাকি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করা ও সঠিক ইতিহাস জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।