বকশীগঞ্জে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মমন্ত্রনালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ (অগ্নিকাণ্ডে, নদীভাঙ্গনে, কালবৈশাখী ঝড়ে) দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১০ জনকে ২ বান্ডিল করে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৭ জনকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা , একজনকে ১৯শ টাকা চিকিৎসা সহায়তা ও দুইজনকে পঞ্চশ হাজার করে প্রতিবন্ধী ঋণ প্রদান করেন। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসম উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।