বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয় টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। গত ২২ মে বুধবার গভীর রাতে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক জানান, বুধবার দিবাগত রাতে জিন্নাহ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে মোবাইল ফোনে এমন খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘক্ষণ কাজ করার পর রাত তিন টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।
তবে একটি ওষুধের দোকান, একটি ফার্মেসী, একটি কাপরের দোকান, একটি টেইলার্স সহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ঐাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় তারা হলেন, ডক্টর্স ফার্মেসীর মালিক ডা. লিয়াকত হোসেন, কাপরের ব্যবসায়ী মো. আব্দুল্লাহ, কম্পিউটার ব্যবসায়ী মো. সোহেল , ওষুধের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমিন, টেইলার্স মালিক বুলু মিয়া ও মুদি দোকান মালিক মজিবুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাব মতে আনুমানিক অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন দুর্বৃত্ত রাত ২ টা ৪৬ মিনিটে আগুন লাগার পর দৌড়ে পালাচ্ছেন। তাই ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত অগ্নিকান্ড।