বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে শামীম হোসেন, আকরাম হোসেন ও অন্যান্য বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার বিরুদ্ধে কতিপয় অভিযোগ এনে প্রশাসনের কাছে অপসারণের আবেদন করেন। এই অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল চেয়ারম্যান ফর্সার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। তাই আমরা এই মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি। মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সঠিক তদন্ত ছাড়া যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। একই সাথে চেয়ারম্যান ফর্সাকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান তারা।ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বলেন, “আমি সবসময় জনগণের সেবায় নিয়োজিত থেকেছি। মিথ্যা অভিযোগে আমার মানহানি করার চেষ্টা চলছে। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে, আমি সঠিক পথে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে জনগণের স্বার্থে আমাকে দায়িত্বে বহাল রাখা হোক।”