বকশীগঞ্জ প্রতিনিধি : বকশীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৫ নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন এলায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লার সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, ইউপি সদস্য নিপা আক্তার, তাপসী বেগম সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ এবং বাস্তবায়নকারী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
