বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পেশাগত উন্নয়ন ও শ্রেণি কক্ষে ব্যবহার উপযোগী শিখন-শেখানো পদ্ধতি ও উপকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২২ ডিসেম্বর দিনব্যাপী বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক সানজিদা আক্তার তান্নি। প্রশিক্ষণে এসময় কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল, এস.আই স্বপন সহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মান সম্মত শিক্ষা অর্জনের জন্য শিক্ষকদের সঠিক পাঠদান করানো পদ্ধতি, মুখস্ত পড়াশুনায় মনোযোগ না দেওয়া, জ্ঞান ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, ক্লাসের পাঠদান কার্যক্রমের বাইরেও সমসাময়িক বিশ্ব, জ্ঞান চর্চার মাধ্যমে মেধা বিকাশ ঘটানো নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।