বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে এক রিকশা চালকের বসত ঘর ভেঙে নিয়ে গেছে স্থানীয় একদল দুর্বৃত্ত।
গত ১০ জুন সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রামে এঘটনা ঘটে।
বসত ঘর হারিয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিকশা চালক জালাল শেখ।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ সূত্র জানা যায়, উত্তর ধাতুয়া কান্দা গ্রামের আজাহার আলীর ছেলে জালাল শেখ ও তার অন্যান্য ওয়ারিশদের সঙ্গে একই গ্রামের নাদের হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ, নাজির হোসেনের ছেলে আ: আলিম, ফকির আলী গংয়ের ৬০ শতাংশ জমি নিয়ে আদালতে একটি মোকদ্দমা চলে আসছিল। আদালতের নির্দেশনায় ২০১৮ সালে জমিটি জালাল শেখের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।
আদালতের হস্তক্ষেপে জমিটি বুঝে পেয়ে ওই জমির কিছু অংশে বসত ঘর তরি করেন জালাল শেখ। জমি সংক্রান্ত বিষয়ে মোকদ্দমায় হেরে আব্দুল্লাহ, আ: আলিম ও তার সঙ্গীরা জালাল শেখকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে থাকেন। জীবিকার তাগিদে রিকশা চালক জালাল শেখ তার পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করলে সোমবার দিবাগত রাত ২ টার দিকে জালাল শেষের বসত ঘরটি ভেঙে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে জালাল শেষের জমির মরিচ তুলে যায় তারা। খবর পেয়ে পর দিন (মঙ্গলবার) ঢাকা থেকে গ্রামে এসে এই অবস্থা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একজন রিকশা চালকের সঙ্গে এমন ঘটনায় নিন্দা জানান স্থানীয় বিজ্ঞমহল। এঘটনার বিচার চেয়ে গত মঙ্গলবার ১১ জুন বিকালে ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিকশা চালক জালাল শেখ। রিকশা চালক জালাল শেখ জানান, আমি পেটের দায়ে পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালাই। চিহ্নিত দুর্বৃত্তরা মামলায় আমার ঘর ভেঙে নিয়ে গেছে আমি এর বিচার চাই।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।