বকশীগঞ্জ পৌরসভার তিন রাস্তা মেরামত হওয়ায় খুশি এলাকাবাসী

বকশীগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের বকশীগঞ্জে পৌরসভার তিনটি রাস্তা মেরামত হওয়ায় কমে গেছে জনদুর্ভোগ। দীর্ঘদিন পর গুরত্বপূর্ণ এসব রাস্তার মেরামত হওয়ায় খুশি স্থানীয়রাও। এতে করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পৌর এলাকার তিনানী পাড়া মোড় থেকে আব্দুল কুদ্দুস এর বাড়ি পর্যন্ত ৯ শ মিটার, গোয়ালগাঁও ফকির আলীর মোড় থেকে পানাতিয়া পাড়া ঈদ গাঁহ মাঠ পর্যন্ত ৯ শ মিটার ও নয়াপাড়া মোড় থেকে মালিরচর হাজী পাড়া এতিম খানা পর্যন্ত ১ হাজার মিটার রাস্তার মেরামত কাজের উদ্যোগ নেয় বকশীগঞ্জ পৌরসভা। রাস্তা গুলোর কাজ পায় ঠিকাদার আব্দুর রশিদ। ইতোমধ্যে রাস্তার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি পৌর প্রশাসক আসমা উল হুসনা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা রাস্তা গুলির কাজ সরেজমিনে পরিদর্শন করেন। নয়াপাড়া গ্রামের মোফাজ্জল হক জানান, আমাদের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌর কর্তৃপক্ষ রাস্তাটির উন্নয়নে কাজ করায় আমরা আনন্দিত। রাস্তার কাজের মান নিয়েই সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। বকশীগঞ্জ পৌর প্রশাসক আসমা উল হুসনা জানান, পৌরসভার জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে রাস্তা মেরামত কাজ গুলো সরেজমিনে পরিদর্শন করে ও নিয়মিত তদারকির মাধ্যমে কাজের মান নিশ্চিত করতে তৎপর রয়েছি।