বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার ১৩ ফেব্র“য়ারি বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছে মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মেয়র পদে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার,মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু , আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত,বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, যুগ্ন অহবায়ক শোয়েব আল হাসান সজল, কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন ও সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর সহ সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য, মনোনয়ন পত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে এবং ভোট গ্রহণ হবে ৯ মার্চ। এবারের নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার প্রথম বারের মত ইভিএমে তাঁদের ভোট প্রদান করবেন।