বন্যাদূর্গতদের সাহায্য করলেন জামালপুরের সনাতন ধর্মাবলম্বীরা

Oplus_0

নিজস্ব সংবাদদাতা : দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাদূর্গতদের সাহায্যের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও পুর্নবাসন কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে নগদ ১লাখ টাকা জমা দিলেন জামালপুরের সনাতন ধর্মাবলম্বীরা।
গতকাল মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও পুর্নবাসন কল্যাণ তহবিলে এ টাকা জমা দেওয়া হয়। শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের উদ্যােগে জামালপুর শহরের সকল মন্দির, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ভয়াবহ বন্যাদূর্গত মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও পুর্নবাসন কল্যাণ তহবিল সোনালী ব্যাংক শাখায় নগদ ১লাখ টাকা প্রদান করা হয়। এসময় শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ (চপল), হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেণ বণিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়সহ সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ বলেন, বর্তমানে বাংলাদেশে বন্যাকবলিত জেলাগুলোর মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের সহযোগিতা করার জন্য শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দিরের উদ্যােগে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ জামালপুরের সকল মন্দিরের সম্মিলিত ভাবে একটি ফান্ড তৈরি করা হয়। সেই ফান্ড এর মাধ্যমে আমরা বন্যাকবলিত এলাকায় যারা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে তাদের সহযোগিতা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও পুর্নবাসন কল্যাণ তহবিল সোনালী ব্যাংকের মাধ্যমে নগদ ১লাখ টাকা জমা দিতে পেরে আনন্দিত। তিনি আরও বলেন, জামালপুর থেকে গিয়ে ত্রাণ দেওয়া কঠিন হয়ে যায় এবং যাতায়াতের একটা খরচের ব্যাপার আছে। আমরা চাচ্ছি না যে টাকা অপচয় হোক। তাই আমরা অপচয়ের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকাগুলো জমা দেই। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় বলেন, জামালপুরের সকল মন্দির কমিটির পক্ষ থেকে এবং সকালের সম্মিলিত প্রয়াসে, ধর্মীয় যে অনুষ্ঠান আছে সেগুলোকে সীমিত করে বন্যার্তদের সহযোগিতার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ ১লাখ টাকা দান করলাম। তিনি আরও বলেন, আমরা আশাবাদী আগামীতে জামালপুরের সকল সনাতন ধর্মাবলম্বীরা যাতে দেশের সকল কাজে অংশগ্রহণ করতে পারে। আমাদের জন্য সবাই আর্শীবাদ করবেন।