ইসলামপুর সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মধ্য দরিয়াবাদ মা আয়েশা (র:) নূরানী কিন্ডার গার্টেন ও মহিলা ক্বুওমী মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার ১৩ এপ্রিল দুপুরে মধ্য দরিয়াবাদ মা আয়েশা (র:) নূরানী কিন্ডার গার্টেন ও মহিলা ক্বুওমী মাদরাসার আয়োজনে মধ্য দরিয়াবাদ জামে মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মা আয়েশা (র:) নূরানী কিন্ডার গার্টেন ও মহিলা ক্বুওমী মাদরাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান হোসাইন, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মোহাম্মদ মুহতাছিম বিল্লাহ ও মাওলানা ইসমাইল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, মধ্য দরিয়াবাদ জামে মসজিদের সভাপতি আব্দুল গফুর, মা আয়েশা (র:) নূরানী কিন্ডার গার্টেন ও মহিলা ক্বুওমী মাদরাসার সাধারণ সম্পাদক সেলিম মাস্টার, রায়হান আলী ও মাদরাসার ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । মানববন্ধনে ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতারা শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ করো’, ‘মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক’।
বর্বোরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন
