ইসলামপুর সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৬ এপ্রিল দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি’র একাংশ হালিম সচিব গ্রুপের সমর্থিতদের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কটসহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে এসে পথসভা করে। এ সময় বক্তব্য রাখেন, বিএনপির’ চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, জেলা বিএনপির সহ সভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীসহ আরো অনেকে। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এএসএম আব্দুল হালিম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভে অংশগ্রহণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ করো’, ‘মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক’।
বর্বোরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
